Mission & Vision

আমাদের লক্ষ্য


আমাদের এমন এক রাষ্ট্রীয় শিক্ষা প্রণালীর বিকাশ করতে হবে যার দ্বারা এমন যুব সমাজ গড়ে উঠবে যারা হিন্দুত্বনিষ্ঠ, দেশভক্তিতে পরিপূর্ণ, শারীরিক, প্রানিক, মানসিক, বৌদ্ধিক ও আধ্যাত্মিক চেতনায় পরিপূর্ণভাবে বিকশিত হবে; যে যুবশক্তি জীবনের বর্তমান সকল সমস্যা সাফল্যের সঙ্গে মোকাবিলা করতে সক্ষম হবে এবং তাদের নিজেদের জীবন নগরে-গ্রামে, পাহাড়-পর্বতে, বনে-বস্তিতে বসবাসকারী দীন-দুঃখী, অভাবগ্রস্থ ভাইদের সামাজিক কুরীতি, পীড়ন, শোষণ ও অন্যায়ের হাত থেকে মুক্ত করে সকলের জাতীয় জীবনের সাথে একাত্ম করে সমৃদ্ধ ও সুসংস্কৃতকরার জন্য উৎসর্গ করবে।

১৯৮৫-র ২৬শে জানুয়ারি ষাট জন শিশু ভাই-বোন নিয়ে সারদা শিশু মন্দির- এর শুভ সূচনা, ঠিকানা ফুলেশ্বর স্টেশনের নিকটে ‘সরকারবাড়ি’। শুরু হল অগ্রগতির ভাবনা। কার্য়কর্তার আন্তরিক প্রয়াসে বিদ্যালয়ের জন্য ঝোপ-ঝাড়, টিবি, নালা ও পরিত্যক্ত জঞ্জালে ভরা প্রায় সাড়ে পাঁচ বিঘা জমি স্বল্প মূল্যে কেনা হল এবং সেই জমিতে টালির ছাউনি দিয়ে ছোট শ্রেণী কক্ষ তৈরি করে ১৯৮৯ এর ১লা মে তাঁতিবেরিয়ার বর্তমান ঠিকানায় স্থানান্তরিত হয় সারদা শিশু মন্দির। বিগত চৌত্রিশ বছর ধরে শিক্ষার জন্য উপযুক্ত পরিবেশ নির্মানের লক্ষ্যে অনেক গুনী কার্য়কর্তার অক্লান্ত প্রচেষ্টায় সারদা শিশু মন্দির বর্তমান রূপ পরিগ্রহ করেছে। এখন জমির পরিমাণ ২.৬০ একর।
২০১৭ শিক্ষাবর্ষে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণী নিয়ে সারদা শিশু মন্দির মাধ্যমিক স্তরে উন্নীত হয়েছে। ২০২৩ শিক্ষাবর্ষে শিশু বাটিকা, প্রাথমিক ও মাধ্যমিক বিভাগ মিলে ছাত্র – ছাত্রী সংখ্যা ১৮৩৬ জন।

Well-wisher's comment


This temple of making Teachers has been established with some avowed objectives for preparing best human resources for the society and the nation at large in accordance with the NEP 1986.We belive that a set of good teachers can only produce a set of honest responsible democratic citizens from the class room who can shape the future destiny of India as because the civilization of a country absolutely depends upon a good system of education which ultimately dependant upon the well-balanced development of body, mind & spirit of our students who have enormous innate potentialities, proclivities and creative energies. ... (Tapas Chakroborty)

dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries ... (Tapas Sen)

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries, but also the leap into electronic typesetting, remaining essentially unchanged. It was popularised in the 1960s with the release of Letraset sheets containing Lorem Ipsum passages, and more recently with desktop publishing software like Aldus PageMaker including versions of Lorem Ipsum. ... (samik)